নীল পরী
- আইনুল হক ১৫-০৫-২০২৪

নীল পরী! নীল পরী!
তোমায় আমি ভালোবাসি,
তোমারি তরে আজ আমি
হাসিমুখে পরব ফাঁসি।

তোমার ব্যথায় আমার
পরাণ ওঠে ভরে।
তোমার অপমানে অগৌরবে
আমার চোখে পানি ঝরে।

নীল পরী! নীল পরী!
তুমি আমার সুরের বাঁশি,
তোমায় ছাড়া আমি আজি
শোক সাগরে ভাসি।

তুমি আমার সুরের কোকিল
আমার মুখের বুলি,
এমনিভাবে ভাঙলে ধারা
লাগলো যেন বুকে গুলি।

নীল পরী! নীল পরী!
পড়লো কী সে ব্যারিকেড
ভাঙবো আজি বাধার পাহাড়
গুলির মুখে হোক না আজি ডেড।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Joty
২৬-০২-২০২৪ ১০:২২ মিঃ

সুন্দর সৃষ্টিশীলতা

আইনুল হক
২৭-০২-২০২৪ ১২:৫৯ মিঃ

অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি